Please wait...
This is logo

DARUL EHSAN RANINAGAR
Principal:01713761611
Emai:[email protected]

নোটিশ
RAPID IT (RAJSHAHI/RANGPUR)

RAPID IT (RAJSHAHI/RANGPUR)

No Image Found

আরিফুর রাহমান হামজা

মানুষের মৌলিক চাহিদাসমূহ অন্যতম হলো শিক্ষা। আর শিক্ষার মূল উদ্দেশ্য হলো মনুষ্যত্ব অর্জন। সত্যিকারের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব নয়। একটি জাতির জন্য আদর্শ মানুষ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ তৈরির এ কাজটি খুব সহজ নয়। এটি একটি দীর্ঘ ও শ্রমসাধ্য ব্যাপার। চাইনিজ দার্শনিক কনফুসিয়াস বলেছেন ‍"যদি এক বছরের পরিকল্পনা কর তবে শস্য দানা রোপণ কর, যদি দশ বছরের পরিকল্পনা কর তবে গাছ লাগাও, যদি একশ বছরের পরিকল্পনা কর তবে মানুষ তৈরি কর।" একটি জাতিকে এগিয়ে নেবার জন্য মানুষ তৈরি অপরিহার্য আর মানুষ তৈরির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।

পরিশেষে আমরা বলতে চাই, দারুল ইহসান রাণীনগর ও নুরানী স্কুলটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবে, যারা সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দান করবে। তারা হবে না শুধু ব্যক্তিকেন্দ্রিক, তারা ভাববে না শুধু নিজেকে নিয়ে বরং চিন্তা করবে দেশ ও জাতিকে নিয়ে। তারা আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মতো ভাববে "Ask not what your country can do for you, ask what you can do for your country" অর্থাৎ "এটা বলোনা যা, "তোমার দেশ তোমার জন্য কী করতে পারে বরং এটা বলো তুমি তোমার দেশের জন্য কী করতে পারো"